১
বন্দর থেকে বেনুবাবু আনছেন জেলেবুনোটের জাল, তাই পরে রেবতী তাহার নাচে মন দেবে, আসলে মন তার নাচছে না তেমন আজিকালি, ঘুংঘুং তার সামান্য ঝিমুনি দিচ্ছে, তবে বেনুবাবু এইভাবে ছেড়ে দেয়ার পাত্তির নন। ভালো কথা, এ আমি কার সাথে, কথা কইছি, না, কথা কওয়ার মত শ্রম... বিদেয় হও, যাও যাও। আয়না দেখতে বসে রেবতী জড়িয়ে নিলো রেশমি চাদর। ফোস্কা পড়েছে গালে, ফোস্কা নহে, গরীবের গায়েগতুরে আদর বেনুবাবু আজ আমাদিগের সনে দাবা খেলতে বসেছেন। দানে দানে আমরা এক্কা দোক্কা চৌখুপে লাফাই। ঘোড়াটি আড়াই প্যাঁচ। কিস্তি নেই, কষ্ট নেই। কেষ্ট নেই, কাস্ট্রো নেই। কাস্তে নেই, শাস্ত্রে নেই। কাস্টেও নেই, কাউচেও নেই। হাড়েমজ্জায় আছে। গাঁটে ও গর্দানে। বেনুবাবুর আবার অনেক ব্যারাম, সামলে সুমলে রাখতে হয়, বৃহন্নলাবৃত্তি করে এতদ সম্ভব নহে। রেবতী আর মুখ ফুটে বলেনি কিছুই মুখ থেকে অনর্গল ফ্যানা। ফিনাইলও হতে পারে, ফ্যাদাও, আজকালকার মেয়েছেলেরা। বেনুবাবু ধরেছেন যখন হাল, বেনুবাবু কত্ত বড় কত্তা জানেন, আমাদিগের ঘরে শত্তুরে রা কাড়ে নাকো, ওসব ছেনালি কত্তে ঘুরে আয় দেখি। রেবতী একটু সকাল সকাল চাল ও ছোলা ছেনে বসেছে সবে ছা নিয়ে, এদিকে তার রাত্তিরের কথা কিছু মনেই নেই। ঢুলে ঢুলে বসে বসে। অসুখ বিসুখ কল্লে তবু বড়ি খেয়ে ঘুম দেয়া যাবে। বেনুবাবুর ঘুম। বেনুবাবু মাঘ মাস থেকে বর্ষা টানা মেরে দিতে পারেন। আমাদিগের বাড়িতে আজ মোচ্ছব। বাবু আজ লাগাবেন অনর্গল। কটিকটি লাখলাখ অফস্প্রিং, স্প্রিং স্প্রং করে ঠিকরে উঠবে। ডুকরে উঠবে। ২ মাদাফাকা, মাদাফাকা, কোথা যাও একা একা, দাঁড়াও না একবার ভাই। বেনুবাবু কদাপি মাদামকে চোদেননি, ফলত তিনি দাঁড়ানোর প্রয়োজন বোধ করলেন না। রেবতী টুক অফ, টুক অফ হার হিজাব, টুক অফ হার ব্রা, টুক অফ হার ডিগনিটি অ্যান্ড সেইড - "ফাক ইয়োর ভিলেজ।" খিলখিলখিলখিল, আমাদিগের ভারি আলগা ঠ্যাঁটরা আছে। একটা একটা করে খিল ধরে যাচ্ছে, আমোদ প্রমোদে আমাদিগের ঘর বাটিতে আহা কত প্রদীপ এবং কত ঘটি বাটি বেচে আমরা দেবালয় পুঁতেছি, আহা গো এখেনেই বলিদত্তরা ফতোয়া আর ফেট্টি নিয়ে আসবে। অই দেখ তখন আবার রেবতী রজস্বলা হলো। বেনুবাবুদের মত করে বলতে ইচ্ছে করে গো, হোল্ড ইয়োর টাং। দোহাই তোদের। খুদার কসম, ঈশ্বরের অপার করুণা। বেনুবাবু তুহুঁ মম প্রাণ, আমাদের ল কাড়তে মানা দিনে দুপুরে, আমাদের আমনার আলাদা আলাদা কথাবাত্তা হবে, বেনুবাবু সব শুনে নিদানমত দেবে। রেবতী চুল ছাঁটা বন্ধ করেছে আজকাল, গুড়িগুড়ি উঠলে ক্ষুর বা খুকরি। অত্ত সময় ধরে অকাজ করতে পারা চাড্ডি ব্যাপার নাকি! হপ্তায় হপ্তায় ওর অত চুল ওঠেও না, পড়েও না। ঘরে থাকাটা অভ্যাস হয়ে যাচ্ছে বসে বসে, কুটনা কাটা বন্ধ হয়েছে, চাড্ডি মাছও তো ভেজে রাখলে পারে। আজ আমাদের ছুটি ও ভাই, আজ, আমাদের, রেবতী ও রোশনারা আজ বাজার যাচ্ছিলো, এদিকে ছাতা নিয়ে চলে গেছে ঝিয়ের মেয়ে, রেবতী পিলাস্টিক চাপা দিয়ে আজ বেশ হুডি হুডি করে আসছে। মনে মনে কত টাকডুম গান। বাইরে বাইরে খুব গম্ভীর দেয়ার কথা। অত্ত্যিক্ত বেশি বকরম মকরম, দহরম, মহরম, চলবে না। আজ বেগুন আর পেঁয়াজ নিয়ে ভর্তা হবে, আর রাত্তিরবেলা ছাতে বসে শান টান হবে, গুণধর গান ধরবেন, আর গতি হবে গান্ধর্বের। বেনুবাবুর ট্রেন ছেড়েছে কোন সকালে মাগী, কাপড়েচোপড়ে হয়ে বসে আছিস! বলতে বলতে রেবতী হাত সরিয়ে নিলো। একটা চিঠি পাঠানোর কথা, ইদিকে ভরসা থেকে ভুল হয়ে যাচ্ছে। বেনুবাবু আজ দুই হপ্তা বাইরে বাইরে। কিন্তু দুয়োরাণীর বুদ্ধু হইছে, রোশনারা আজ তিন দিন উঠে বসেছে, তার আবার অইখানে ঘা ও ঘুলঘুলি। বেঁচে ফিরচে এই না কত্ত। ওদিকে ছেলে ছ কেজি হয়ে উঠলো, রোশনারা ওজন করে খালি। "হ্যাঁ, তা, ক কেজি?", মাংসের কত সের কত করে কেজি? ৩ রতিবার, মাথা প্রতি, পান-মিনিট, তার মধ্যে নেচে কুঁদে, ফেলে পড়ে, যাহোক আমনার, একটা কারো হলেই হলো গিয়ে। আঁশবঁটির মত ঘর কে ঘর ছেয়ে গেছে, ওসবের আগে ফেনা মেখে ধুয়ে দিতে হবে। তারপর পুজোআচ্চা হলে লক্ষ্মীমন্ত পা এঁকে সবকটে অলুক্ষুণে অলক্ষ্মীকে ঝ্যাঁটাঝ্যেঁটি দুদ্দাড়। লালগোলাপি লাল, লাল, গোধুলি, গোলাপি, দোপাটিওয়ালি, দোদুল, আহা এই এই এই ভাবে, চিউইং গাম, এই ভাবে আর যা যা চিউই চিউই আছে। প্লেজারডোম বানানো হলো কাল রাতে, সেরিমনিয়াস অথচ সিরিন। দূর থেকে রতিবাদ্য ইত্যাদির দায়িত্বভার স্বয়ং মাদাম নিলেন নিজস্ব পরিপাটি পোঁদে, আমাদের গাঁড় থেকে নামলো তো, নাকি? মাদাম আমার পরিত্যক্ত দেহে বাসা বেঁধে আছেন, দ্রোহে ও দোঁহে তারা, আমনার, আহা কী সুখি সওতন ও সহেলী, শয়তান অর সহিস। 'না লেকে যাও মেরে দোস্ত কা জানাজা হ্যায়।' না লেকে যাও। না। না। রোশন, না, আরা।
1 Comment
এমন নয় মেঘস্তম্ভ স্থির হয়ে আছে। নিসর্গ দুলছে।
জীবনানন্দের কবিতায় কামানের মুখে বসে আছে পাখি। থমথমে বিস্ফোরণ। ফেটে পড়ার অপেক্ষা করছে... এ এক বিপন্নতা। যখন শাটার বন্ধ। গোল্লাছুট কাঁটাতারের ইস্কুল। বেগুনাহ্ ক্লাসরুম থ্যাঁতলানো টিউলিপ ফুল। যখন ভিরান সড়কের ভিতর হলুদ ডুমের ফাংগাস। চিনারের পাতা ঘুরে ঘুরে স্মৃতি ফলকের ঘাস। কুড়িয়ে রাখলাম জুন মাসে। এ এক বিপন্নতা। যখন ঝিলম শুধু ঝিলমের মতো বহতমান। কারা নিখোঁজ হয়েছে, কত নিখোঁজ হয়েছে, কোহরার দিকে হারিয়ে গিয়েছে কবেকার নিরুদ্দেশের কশতি হুজুর খুলে আম আঁচল লহরাকে মৃতদেহ চাপা দিচ্ছে ছররা বন্দুকের ধ্বনি অক্ষরবৃত্ত ছিঁড়ে ঢুকে যাচ্ছে চোখে— অ ন্ধ কা র অ ন্ধ কা র আ র ও অ ন্ধ কা র অধ্যয়ন করি অস্ত্র হত্যাগাথা শিকারকাহিনি পাথর নিক্ষেপ শিখি অন্ধকার দু’ভাগ হয়ে যায়, সেই থেকে দ্বিখণ্ডিত শূন্যকাল ভেঙে যেতে থাকে অবিরাম পাথরের দেবতারা কাঁচা রক্ত চাটে। ঘাসে টানা কালশিটে অন্ধকারে মার্ডারের দাগ ভোরের সকালে আঠা থমথমে ইস্কুলের মাঠ, অধ্যয়ন করি অস্ত্র হত্যাগাথা শরীরশিক্ষায় নিকটের জলাশয়ে হরিণেরা পানি খেতে আসে। ইস শহর মে আমি কেন তনহা কেন অন্ধেরায় জড়িয়ে ধরেছে পরিত্যক্ত এরোড্রোম চিঠির আখর ছেড়ে রওশন বরখুরদার কাঁটাতার আগাছায় কার্ফু বসতি হয়ে গেছি, —বসে বসে এইসব ভাবি আর ইমারত উঁচু হয়ে ওঠে —এইসব ভাবি বসে বসে আর দন্তকান্তি শোভা চমকায়। এ এক বিপন্নতা। কর্পোরেশনের পানি ও জল চলে গেলে, এলজিবিটি-র অধিকার। এ এক বিপন্নতা ইদগাহের এই জমায়েতে। দর্দ ও ব্যথার কথা। কর্জ ও ঋণের কথা। এমনকি ফসলের দাম। হুজুর খুলে আম আঁচল লহরাকে মৃতদেহ ধামাচাপা দেয়। অন্ধকারে চোখ জ্বালা করে রওশন সারারাত ধরে। তালুর উল্টোদিকে বালি মুছে রাখা চেরাগের কালি। রক্তে লিখি ক্ষতের প্রপাত চেরা বীথি আগুনের খাত। রাত্রিকথা ভারী হয়ে আসে গুলি চলে ভোরের আকাশে। পার্লামেন্ট থেকে দূরে দূরে ফুলগুলি নিশব্দেই ঝরে। গুলি চালানোর পর নতুন নতুন ঢাঁই করে রাখা হাড় চেবানোর হাড় সেলফির তামাশা হবে নব্য থিয়োরেম— ব্যাখ্যা দেবে মহামান্য গুলির আদালত মাঠে উঁচু ঢিবি থাকলে লাঙল চলে না মাঠে উঁচু ঢিবি থাকলে উচ্ছেদনাশক-- গুলি চালানোর পর নতুন নতুন থিয়োরেম চুক্তি হবে মৃগয়াসফরে, জলাশয়ে হরিণেরা পানি খেতে এলে ট্রিগারহ্যাপি মৃতদেহে ছররা গুলিতে পার্লামেন্ট থেকে দূরে ফুলগুলি ঝরে। ঘায়ে আর গ্যাংগ্রিনে বিদ্যুৎ সড়ক পানি নেই কামাই পঢ়হাই তথৈবচ, গ্রামীণ দাতব্য ওং পশুশালা গেটে পহেলু খানের ভূত ভয় পাওয়া ভূত পেটভর্তি লিনচিং কৃষিঋণ খায়। তবু তো তবু তো তবু তো ইজরায়েল কেটেছে মাংস সে জানে না পণ্য বয়কটের কথা অবিরাম চপারের ধ্বনি যেন ধোবিঘাটে পাথরে আছাড় বেহারা ডুলির কাঁধে ঝাঁকি খায় পরিশ্রমের হংস ফুলে ওঠে স্বেদের ধারার রক্তে মাছি ওড়ে হরিকোটা ক্ষেপণাস্ত্র ফাটায়... যদি এই বিপন্নতা গুহাগাত্রে বাইসনের পেশি যদি এই বিপন্নতা আক্রমণ প্রতি আক্রমণে অধ্যয়ন করে অস্ত্র হত্যাগাথা শিকারকাহিনি গুহামানবের ছেলে টিকে থাকতে প্রস্তরের আদিভাষ্য শিখে দেওয়াল দেওয়াল জুড়ে আক্রোশের বিপন্ন রেখায় পাথর নিক্ষেপ করি যদি যদি ছুড়ে মারি শয়তানের মুখে... আসলে কেউ কথা বলছে না সব স্বর জিভকাটা স্বর। আসলে যা বলছে সব টিভি বলছে ভাত দিচ্ছে টিভি। আসলে কেউ মিথ্যে নয় সাংবিধানিক রুটমার্চ। আসলে যা বলছে পাখি কামানের মুখে বসে স্থির। দুই ধর মুণ্ড আলাদা আলাদা ফ্রান্সিসের শুয়ে আছে লিফলেটে হত্যাকাণ্ড লেখা প্রসাদজোতের মাটি শিশুরক্তমাখা সোনামতি সিং তাঁর বুকেতে তরাই জোশীর আমল থেকে রণদীভ জমানা দলমে মেঘের মন বলেছে এই পথে লাঙল সর্বস্ব রুজি শ্রমের চাকায় মূর্তির পোর্ট্রেট ভাঙে শিশু রক্তমাখা ধর মুণ্ড আলাদা আলাদা শুয়ে থাকে পার্লামেন্ট থেকে দূরে ফুলগুলি ঝরে বাহিনীর লিঙ্গ চোখ ছিঁড়ে নিয়ে যায় বাহিনীও নিয়ে যায় গুপকার রোডে দাগ ধরে দাগ ধরে রায়ত খতিয়ান কৃষিজমি মহাজনী নৌকায় বাঁধা মোদের ইজ্জত টুডুদল মাটি কাটে টুডুদল বেগার মুনিশ বুইঢ়া বাপজান ভাইসকল হাঁস-মুরগির জীবনযাপন ধানকল তোমাদের নয় পেয়াদা ধরেছে— বলে কিনা ইপ্পা ফুলের সব হাঁড়ি-খুন্তি-পাতিলের হিসেবনিকেশ বস্তুত কুলি কামিনের ভিড়ে ক্যাম্প গড়ার নির্দেশ দিয়েছে জোতদার দিনান্ত নিঙড়ে নোঙরের মুখ চড়ায় আটকে টাকা শোধ করতে করতে অপমানে জ্বলে চাঁদ ভুঁইঞ্যা তোমাকে ঘেন্নাই থুতু করি জুন মাস জুড়ে যখন মেঘ স্টোভের পলতে জল দিয়ে নিভিয়ে দেওয়ার গন্ধ বিকেলে যদি কিছু মেরামতি করতে হয় অকারণ লেডিজ হস্টেলে কে কার খবর দেবে চিঠি দেবে মারিফতি মন কেমন কেমন রে রেডিও পাভলভ সেন্টার ঘরে ফেরার গান ভুলে গেছে ঘোরানো লোহার সিঁড়ি শূন্যের মধ্যে উঁচু ওই দর্পণ বিকেল বাতাসে নাগরিক বেলুনওয়ালার যন্ত্রণা মিশে গুঁড়ো গুঁড়ো নেশাবীজ জলের ভাঁজ করা রাংতারা... দেজাভুর মতো ফ্রেম পশ্চিম জানালা ক্রেনের আংটায় গাঁথা সূর্য গোধুলির দেজাভুর মতো ঘর এক্সজস্ট ফ্যান ব্লেডের ঘুর্ণন ছিঁড়ে আলো ভাঙচুর মার্চ মাস ফিরে যায় অসহ্য এপ্রিল অরবিট সমস্ত ঘোরে জুন ও জুলাই আষাঢ় শ্রাবণী মেঘ বিগত জন্মের দেজাভুর মতো ফ্রেম সিপিয়া টোনের স্ক্রিনশট স্ক্রিনশট একের পর এক এও এক বিপন্নতা হাওরের পানি রাতে বাড়ে পিলসুজে কেঁপে ওঠে হাওয়া আরও একজনের মৃত্যু কাদা মাখা মুখ ঠোঁটের কোণায় রক্ত খয়েরি শালিখ এও এক বিপন্নতা সমুদ্র তুফান দমবন্ধ করে রাখে গুঁড়ি মারতে থাকে মাটির দেওয়াল রাতে হুড়মুড়িয়ে উঠে বসে গাঙ্গেয় ডিপ্রেশনের... কোনও এক তুষারের রাতে শেষরাতে আমি লিখি সিলুয়েট মাথায় রুমাল বাঁধা চাঁদের চরকা বুড়ি ফ্লোরাল ফিরানে নত মুখ সেলাই মেশিন টানে সারারাত নক্ষত্র সুতোয় গাঁথা সারসার কবরের ঘুম সারিগান মুখ দেখে চেনা যায় না এমন টর্চার টর্চ জ্বেলে লিখে রাখি মাটি মাখা সেই মুখ ভেঙেচুরে উঠে বসলে মুখ দেখে বোঝা যায় না কীভাবে খরচা হাড়গোড় পাঁজরের ঢিবি কোনও এক গ্রহণের রাতে আমি হাঁটি ধ্বংসস্তূপের খাঁখাঁ বাড়ি শবাধার কী নামের হাওয়া ব্লাডি হেল বয়েছিল সারারাত মনে করি মনে করতে থাকি তবুও সে ভোররাতে দেখেছিল ভূত তাঁতের মাকুর টান একতারের সুতো। ভ্যাজাইনায় ছ’টা গুলি ব্রেস্টে আরও চার মৃতদেহ শুঁকেছিল টিভির প্রচার। তবুও সে দেখেছিল ভোররাতের ভূত টেবিল চুক্তির লাশ স্তূপাকৃত রাখা বাঙ্কার ও চেকপোস্ট নাড়িভুঁড়িনাড়ি দলাপাকানো নল্লি খুন কাঁটাতার মাখা। এক একটা দেশের ম্যাপ স্তনবৃন্ত ছিঁড়ে জরায়ুর ক্ষত চিরে সশস্ত্রবাহিনী এখানে শোকমিছিলের অনুমতি নেই হাঁ-মুখ কামান খোলা কালাকানুন আছে। তবুও সে দেখেছিল ভোররাতের ভূত এমার্জেন্সির অন্ধকার জরুরিবিভাগে টিয়ারগ্যাসের জ্বালা গোঙানিস্তানের এক একটা বুলেটক্ষত ইলমের স্তনে বৃন্ত ছিঁড়ে ফুটেছিল সম্ভ্রমের জবা হ্যাঁ, এই লেখার পর টর্চার চেম্বারে বিদ্যুতের শক প্রুফ লেখার পাতারা কামানের মুখে স্থির পাখির নির্ভার। এমন নয় মেঘস্তম্ভ স্থির হয়ে আছে। নিসর্গ দুলছে। তিন আসলে কেউ কথা বলছে না সব স্বর জিভকাটা স্বর আসলে যা বলছে সব টিভি বলছে ভাত দিচ্ছে টিভি আসলে কেউ মিথ্যে নয় সাংবিধানিক রুটমার্চ আসলে যা বলছে পাখি কামানের মুখে বসে স্থির। মাথা দুলছে সারাদিন বকধর্ম যথা জ্বি জ্বি জ্বি জ্বি আজ্ঞে আজ্ঞে হ্যাঁ হুজুর জো হুজুরের মাথা নড়ছে তাই ধামা ধরছি মায়াস্বর ভেন্ট্রিলোকুইজম খুলিঘর হাঁ করছে হরর চ্যানেল বলছে প্রোপাগান্ডা সব চাতুরির বুলি কুর্সি সিপাহি প্যারেড প্রশ্ন সব ঠিক করা পেইড হ্যাশট্যাগ চালকলার পিন্ড খাচ্ছে তংখাপ্রাণসখা প্রতিষ্ঠান হাগাচ্ছে মোতাচ্ছে রাধে গলায় লাগাচ্ছে ধান্দামালা দালাল বাজারে বিক্রি সারি সারি চোখবন্ধ মুণ্ডগুলি ব্রেনের ভিতরে চাঁদ ফিউজ উড়ে গেছে মগজে মগজে হল্ট ফায়ার কারফিউ... আষাঢ়স্য খিদের দিবসে মেঘ ধুয়ে সন্ধ্যাকাশ নীলাভ গভীর হেই জাগো হে সিলিন্ডার ভরতুকির চুল্লিঘ্রাণ তন্দুরের রুটিগন্ধ চারণের দেশ গোষ্ঠীদ্বন্দ্বের ভ্যানো উলটে পড়ে আছে বেগুনপোড়ার চাষি পরিবার হুকিং ধরেছে ছররার গুলিতে অন্ধ ব্রেইলের সূচসুতোয় লিখছে দুমকার ঘোড়া হল অসলি ট্রিগার... চার চামচাগিরি বাতোলেবাজি অন্ধ আদালত রাত ন’টার ভোঁও বাজছে ভোঁও ভোঁও ভউউউ ভয়ের ফ্যাক্টরি চাকা নাট বোল্ট ট্রোলের সভ্যতা পুশ করছে ফাঁক করছে ছাপাখানা ছাপছে গরিবরথ ব্যাঙ্ক থেকে রক্ত পড়ছে ক্ষতস্থানে যন্তরমন্তর ভানুমতীর খেল যত বড় রাজধানী সাঁই ভজনার তত উঁচু কুতুবমিনার দেশ বাহিনীর গুলি খেয়ে দেশ মুর্দা হাঘরের লাশ দেশ ভাবে তিনিই রাজধানী দেশ মনস্যানটোর চাষ দেশ অটো মোবাইল লবি দেশ গানস্যালুট বধির দেশ ফরজি চার্জশিটের দেশভক্তি ফ্রিজের মাংসে দেশ কোট-টাই পরা অ্যাঙ্কর দেশপ্রেম ব্যালেন্সের খেলা দেশ কালা চশমা পরে আছে দেশ বহুদূরের কোনও দেশ মূক ও বধির ইস্কুলের নিস্তব্ধতা ভেঙে ডোপামিন নিউরোট্রান্সমিটার সিগন্যাল দিচ্ছে হাসপাতালের ঘরে ভিজিটিং আওয়ারের পোকা সিলিং ফ্যানের শব্দমাখা অবসাদ এখন বৈশাখে রিবেটের হাড় শুধু শুকনো খড়খড়ে মাই টানছে জনসন বেবি পাওডারের সুগন্ধ মাঝরাতে বুলেটের হর্ন বাজিয়ে ভোট-ব্যবস্থার ছানাকাটা দুধ ও কাঁটাচামচ ছিঁড়ে নিচ্ছে বিরোধীর আঁখ স্ক্রোল-আপের জঙ্গলে ওই নাগরিক ফেরিওলার দীর্ঘশ্বাস ঝাঁকামুটে অ্যাপ্লিকেশন মাতৃভাণ্ডার কাপডিশ ঘুগনির ডেগচি ধোয়া বিকেলের থাপ্পড় মৃতদেহ সংরক্ষণের দলিত ও ট্রাইবাল বিল খিদে পেটে পাথর আঁচড়ানোর কষ্ট কৃষকের ফাঁসিরদিবসে বিটকয়েনের অন্তর্জাল ট্রান্সফার ইমোজি চুমুর ও সব বহানা ছাড়ো দোস্ত এই সিন্ডিকেট ধ্বজার তুমিও এক ক্রীতদাস ক্যাপিটাল মেশিনপ্রকল্প লিখো না লিখো না তাই কীটনাশকের এপিটাফ খোঁজ নাও কারা ঘরে এখনও ফেরেনি এত রাতে পুলিশ স্টেশনে কারা বসে আছে নিখোঁজের তালিকায় সত্তরের ন্যুব্জ কাঠ লকড়ির শরীর ছাড়ো দোস্ত ও’সব বহানা পান্নাপুরি গ্রামের পড়োশি দরজা ভেঙে টানছে বাসি মৃতদেহ ইঁদুর খাচ্ছিল মাংস রাজবালার শিরাওঠা স্তন রাজবালা খেয়েছিল ছয় সন্তানের বিষমাখা অভুক্তের থালা যারে যারে উড়ে যারে পাখি শেষ হয়ে এল অবেলায় ফেনাকাটা থুতনির জীবন পাঁচ এসওএস এসওএস ড্রপ গভীর সমুদ্র ঝড় খওফ তুফানের অ্যাংজাইটি ডিসঅর্ডার পেট্রিল ওষুধের সারারাত ইনসারজেন্সি কাউন্টার ইনসারজেন্সির সিরিয়াল মেঘস্তম্ভ স্থির টানা বৃষ্টি হলে এ’বছর ফসল ঘনাবে এ’বছর শিশু খাবে তাই অক্সিজেনের উৎপাদন গলিতে গলিতে রামরাজ্য ফ্ল্যাগ খাবে রাত ন’টার ভোঁওওওও ভোঁওওওও ভউউউউ কারখানা গেট খুলে পশুশালা দলে দলে শৃ্ঙ্খলা ও চুক্তিবদ্ধ খাকি আসলে কেউ কথা বলছে না সব স্বর জিভকাটা স্বর বন্ধ চাবাগানের গুঁড়িমারা কুয়াশা তোমাকে খুলতে দিচ্ছে না গিরগিটি গেটমিটিং মোহন শর্মার ভাই কুলি বসতির দিকে যে পথ যে লাইন চুষিকাঠির ছিবড়ে অথবা মৌমাছির মধুখোর ফেরেব্বাজ মোমচুল্লির উদয় ও অস্তের ঘানি মদেশিয় দারুপাত্র তৃষ্ণা নামের মেয়ে চালানের বহুজাতিক চাঁদমণি সেন্টার চটকলে হয়েছে ছুটি ভিড়ে মিশে গেছি মর্নিং শিফটের পর নাইট হুইশেলে মুতগন্ধথুতুমাখানালা বিড়িখোর কামিনের কুঁজোঘরে ঘোলাটে আলোয় অথবা সাসপেনশন মজুরির দিন মেক মাই ট্রিপ ব্লাডি হেল মেক মাই ট্রিপ প্যারানয়েড এমন নয় মেঘস্তম্ভ স্থির হয়ে আছে। নিসর্গ দুলছে। জীবনানন্দের কবিতায় কামানের মুখে বসে আছে পাখি। থমথমে বিস্ফোরণ। ফেটে পড়ার অপেক্ষা করছে... ছয় বাতিস্তম্ভে লিখে রাখা ঘুমিয়ে পড়ার দিন জুলাই তারিখ স্ট্রিট কর্নারের নামফলক মুমতাজির স্কোয়ার চিনারের পাতা হেমন্ত হলুদ জীর্ণ মর্মরিত এসওএস এসওএস গভীর সমুদ্র ঝড় খওফ তুফানের জুন মাস জুড়ে নীল দোয়াতের কালি রওশন গাঢ় জনাজার মেঘ কাঠের সেতুর কাঁধে সৌধের কবর কোহরার দিকে বহতা ঝিলম রাহী কবেকার নিরুদ্দেশী ছররা বন্দুকের ধ্বনি অক্ষরবৃত্তের আশি নব্বই রাউন্ড যে যার সেঁকেছে রুটি ছন্দ ছিঁড়ে ঢুকে গেছে চোখে বন্দুকের ছায়া হাঁটে হাঁটতে হাঁটতে সগৌরবে পার্লামেন্ট তিরিশ বছর খওফ যে কখন গুঁড়ি মারে একা একা মাথার ভিতরে মৃত চোখ ঠান্ডা চেকপোস্ট সাঁজোয়া অলিভের শকট অকুপেশনের ক্র্যাকডাউন নেকড়ের দলবৃত্ত টাউন কানি-জং শুরু হবে স্থির রূপকথার চিনার বসতি পাখি বসে কামান শোয়ানো থমথমে বিস্ফোরণ যেন দ্রোহকাল লেখে ইশতাহার এক থালায় সবার আহার কানি-জং শুরু হবে স্থির ভাসালাম ঝিলমে এ’ অস্থি যদি এই বিপন্নতা গুহাগাত্রে বাইসনের পেশি যদি এই বিপন্নতা আক্রমণ প্রতি আক্রমণে অধ্যয়ন করে অস্ত্র হত্যাগাথা শিকারকাহিনি গুহামানবের ছেলে টিকে থাকতে প্রস্তরের আদিভাষ্য শিখে দেওয়াল দেওয়াল জুড়ে আক্রোশের বিপন্ন রেখায় হুইলচেয়ারে বসা ভাঙাচোরা ছেলে দড়িতে পাথর বেঁধে চক্রাকার শূন্য ছেদ করি অকুপেশনের হাঁ-করা মুখে... Comrade Osborne and the Little Red Book
The chancellor’s autumn statement and McDonnell’s quoting Mao! It’s a joke. A jest. A jolly jape to illustrate just how George is selling off our assets to global profiteers and the Chinese state is buying up the things which we hold dear while the media says... nothing a conspiracy of silence on illiterate economics and structural state violence against the vulnerable and needy the sick, the weak, the poor while under Georgie-boy’s agenda those who have will get still more. So, a quote from Mao. It’s theatre. Or is it thoughtcrime? Watch the spin from a free press owned by powerful men who say the sky is falling in and the world is surely ending and the only thing it took was to point at a pantomime villain and quote from Chairman Mao’s little red book. Because the Mail has wet its knickers The Sun’s gone apoplectic they see the thin end of a fat red wedge of Marxist dialectic. There’s communists in Westminster! The left are going loony! Corbyn causes cancer! He’s a Trotskyist! A Moonie! He hates you and your children! He’s dangerous, and weird! If Labour get their hands on power they’ll make you all grow beards and call your children Karl and Castro, Leon, Che, and Vladimir, while your hope dies in collectives and your lives are lived in fear! Hysteria and hyperbole employed with one sole aim to solidify the status quo fix the rules, and rig the game while the ground is sold beneath our feet our future swept away and airstrip one is put in hock while capital makes hay. And when your children ask who did this? and when, and why, and how remember the chancellor’s autumn statement and McDonnell, quoting Mao. How to Get Everything You Ever Wanted 1. Invent a war. Something bloody and fratricidal. Lose an uncle to barrel bombs a brother to secret police. 2. Three years in, flee. Pack only what you can carry: clothes, smartphone, children, cash. Slip away at night, in silence. 3. Take your leave of the flat, bakery, office, rubble-filled streets where the kids once ran shell of the cafe where old men drank qahwa, played sheesh beesh. 4. Cross a border to camps, to life on hold. Everyone knows someone who’s gone before them, dreaming of better. Here there is only the absence of war. It’s not enough. 5. Moving is what you do. Railway tracks, verges, fields. Rest in olive groves, wake in orchards. One foot in front of the other over and over and over. 6. The world is cold-eyed border guards sandwiches and blankets. You never know what is coming. One day, open hand. Another, fist. 7. You learn the words you need in a new language. Arbeit. Ja. Nein. Thank you. Please. The smile that shows you know to be grateful. 8. Evenings you sit at the kitchen table talk to friends in cities far away about places that have gone about old men who drank qahwa played sheesh beesh. 9. At night you dream of rubble, and of home. Let Us Pretend Let us pretend that we haven’t been this way before too recently and too often that this is the way forward that it is the road to the peace which eluded you when you sent planes and tanks and men into Lebanon, Ramallah, Jenin, Gaza, Gaza, Gaza. Let us pretend that this time will be different that this time will be worth it that you can tot up the lives of dead children and collateral families and declare victory that security can be measured in flattened houses burials and tears. And let us pretend that when you build settlements and walls and criss-cross the country with roads and stitch it with checkpoints and cut down olive groves and throw people from their homes let us pretend then that the only terrorism in town is the anger of young men who build rockets they can barely aim who have no hope, who see their homeland dismembered before them. Let us pretend that this tit for tat this tit for bloody tat is the only way is the legacy you will leave your children and your children’s children their children and their children’s children Let us pretend there can be no hope that milk and honey cannot be shared that Israeli and Palestinian can never live together, laugh together, love together two flags flutter together let us press our face to the cross-hairs and close our eyes and stop up our ears and still our beating hearts and let us pretend, Bibi, let us pretend. (For more from this poet please visit-stevepottinger.co.uk/news/) Seven Vignettes in the Age of Fascism
1 logic is a lost puppy in sinuous jungles of rage. 2 a trishul darted into throat of a slogan: a metaphor for our age. 3 the writer just started writing about ‘peace’ in his notebook. doorbell rang gunshot death. 4 green light turned red cameras switched off police withheld lights put out a massacre begins 5 "what kind of times are these, when a talk about trees is almost a crime because it implies silence about so many horrors?" wrote brecht. but who is silent in these times and who is not! I reflect, who is making all this racket! 6 the tightened fist of dissent is a bird that flies against the winds in untimely rains to reach its nest. 7 a telephone ringing forever in labyrinths of time: another metaphor for our age. We and They They oppress. We protest. They police. We create history. They write textbooks. We go to their schools. They call us enemies. We fight with ourselves. They televise our fight. We die. They write news. We buy their newspapers. They tell us what to speak. We speak their language. They make our thoughts. We make art. They market it. We see art becoming cash. They invent psychiatry. We become depressed. They make drugs. We labour. They profit. We get wages. They pollute the earth. We catch diseases. They build hospitals. We grow food. They belch with full stomachs. We starve. They sell bombs. We die in wars. They celebrate patriotism. We question. They give us God. We pray for answers. What do poets do? What do poets do? They give talks against state. What do poets do? They supply arms to guerrilla forces. What do poets do? They provoke masses to rise and say slogans. What do poets do? They plan a strategy for an insurrection. What do poets do? oh, I forgot they write poems We have determined
To let you all be upstanding for the Bollywood National Anthem So sing For Bollywood hymns Show your gratitude common woman common man The silver screen thespians advertising Bollywood Skin Bleach Cologne Are expecting Your expectorated respectfulness vacuum packed Prone Protean Thought Clones.. Please be moved to be upstanding for the Bollywood National Anthem Show your gratitude To Mother India Via the muscle men-women And the muscle men-men The pirouetting peacocks and hens Smashing each others' heads in A Glock for an Oedipus Complex.. A man drips Yeti musk Baby oil splashes his bullet-proof yoga mat A limousine explodes slo-mo A panoramic sweep of vast splinter-dappled urban desert Fancy that And the opening credits haven't rolled yet Money well spent The Tie Dye distortion mirrors Dip themselves in boiling silk worm vats The Bollywood National Anthem It's all of this and more of that.. Please be upstanding for the Bollywood National Anthem Split-screen and a strobing moon Pastel-lit palaces and temples And trees in expensive shoes Blue Kachina can't arrive too soon The Bollywood National Anthem.. Please be lip-syncing for Dry-fucking manga-like babes Crying Weeping sorrowful saccharine soliloquies before Yet again dutifully Dying Or marrying Underneath a marvelling slanting rainbow monsoon rain And then Until next time Again.. Now An irrepressible intermission For some advertising nuke fission grand designs On the G-spot glans of your Black Friday mind.. Bollywood Skin Bleach Cologne Available in all good skin bleach stores With special Holi discount From yesterday and.. and the day after tomorrow Available since the triumvirate of Euro empires Now in decaff Under slow waved incense sticks of splashing neon DayGlo Frequencies amplified with 90s balmy Santa Cruz beach jazz And the finest Goan smoke With saffron.. The Bollywood National Anthem So sing The Bollywood National Anthem Before the curtains rise Fall deep inside scale-covered eyes The Wizards of Mumbai Don't be too cool to be fly through Your third eye closed wide shut wide Caged inside the lithesome human zoo It feels deep with fries.. Bollywood National Anthem Ham actors tweet ego spam Impossible saline dream transfusions spit curdle and jam Materialistic helter skelter vectors Tangle The intertwined loved-up A melting metallic installation sculpture Crushed in fluorescent popcorn and spiced vaping dust The drizzling fables scorch earth Soaked in bog-standard zeitgeist syrup.. Feel lifted by The Bollywood National Anthem The Bollywood Skin Bleach Cologne Scheming shaman Discharging the sonic sorcery The New Gnosis Mind Dentists frack the plausibly deniable psychosis Manchurians nominate you in extremis Levitation manglers Gatekeepers Relayers Bleach skin cologne saviours Tyro-patriots' eau de colonial Goddess of God Save The The Bollywood National Anthem Stand up Fall through your knees for the movie-hex marathon.. And even before you watch an honest porn film Stand up and sing Before your digits finger your thing Or your preferred wrist skims Stand up and sing The Bollywood National Anthem The beer the perfume the endangered elephant The Kundalini serpent recoil The gifted tarot reader the inevitable car accident.. Sooth your brow Price tag the sacred cow What are you here for now Bristle with the shifting tectonics The shrill literalist Archons' Yuga striptease harmonics The paradigm of the empty vessel sociolect The demagogues of the We consensus Let us sing We Soul grind the mortar and pestle And then and only then shall your gods and goddesses mud wrestle Bollywood National Anthem Bollywood Bleach Cologne.. We you You must be like a lighthouse laser-guiding contrarians deploring The Bollywood National Anthem It's a dose of nationalistic cultural capital for the sloganising time-poor It has a nice score So don't be boring.. Please be upstanding for You guessed it.. Hey Look that person isn't arising Arrest the bastard People died so you might consume the shape shift collage multiplexing Okay so no one died But that really isn't the point Bollywood films are shown all over the world Show some respect From Mumbai to Neasden To Mumbai again Perhaps a few in Toronto and Lisbon Not forgetting a couple of stalwart film students in Sweden Bollywood National Anthem muscles flexing You are this.. And the cynics One new threat to this We must protect us from ourselves.. Oh we can wish.. Or a terrorist from Washington Saudi Arabia A militant from the mountains A nuclear bomb And a mind bomb So what is so wrong Bang your head against the gong your head against the bangs Bollywood National Anthem Bollywood Bleach Cologne Bollywood Mind Bomb.. So if you don't want to stand up and sing You might lose your right to not think As pigment-light fantastic mime artists String holes through pearls hanging off the claws of vultures Radiating lurid crayoned-in colours Filling oil tankers spoonfuls of gurgled mist lyrics All day long Get pissed Enjoy.. Please be upstanding for The Bollywood National Anthem And yes you can quote us on this The nay-sayers have never been so ignorable Everyone get patriotic Get pissed if you must but never blink You won't remember anything You won't remember anything All day long Bollywood National Anthem Bollywood Bleach Cologne.. It's a wrap We have gifted you the anthem app free on your mobile phone.. * কোন এক গাঢ় বসন্তের ভেতর কেউ ফেলে গেছে তলোয়ার। কোথাও বক্রোক্তির ভেতর, অহেতুক মন খারাপের ভেতর কান খাড়া করে আছে... প্রিয় দাঁত ব্যথা? খোলসের আড়ালে তোমার প্রিয় ব্রা উঁচিয়ে কে শুনছে অমল-ধবল গান? অসংখ্য ‘লা লা লা’ সারারাত ধরে কপালে রাখা হাতের রেখার ওপর ঝরে যাচ্ছে। এসো, তুলে নাও দাঁত ব্যথা। ঘুমের গভীরে- গাঢ় নিঃশ্বাসের ভেতর তোমার প্রতি ছুঁড়ে দেয়া ব্যথা। তুমি তুলে পরে নাও প্রিয় ব্রা। ব্যথায় ঢেকে দাও আমাদের গ্রামখানি। * তোমার দার্জিলিংয়ের পাশে কেউ সেলাই করছে আমার জামা। তোমার জামার ভেতর ক্রমশ সেলাই হচ্ছি আমি। জামার ভেতর থেকে উড়ে যাচ্ছে তোমার রোদ। বৃষ্টি-জল-ক্লেদ মেখে তোমাদের গ্রামে যাবো। সেলাইকাজের ভেতর ছড়িয়ে দেব তোমার স্মৃতি। তোমার ভেতর আমার গান ভাঙা রেডিওর মতো বেজে যাবে। ‘শাওন গগনে’ মাথায় নিয়ে পার হবো মুহুরীর ধার। মনে পড়বে ভাঙা রেডিও ও সেলাইকল। নিগূঢ় বেজে যাওয়া গানের ভেতর আমি দেখব, তোমার হারিয়ে ফেলা ওই দার্জিলিং। * সে লেজ ছড়িয়ে রেখেছে রাতের দিকে। তুমি তাকে দাও বিহ্ববলতার ডানা। কোথাও পোশাক ভর্তি রাত নিয়ে হেঁটে যাচ্ছে কেউ। তার শরীর, ঢেকে রেখেছে কয়েকটি অযৌন বিকেল। একটি ঝিনুক ক্রমশ অনাবৃত হতে থাকে গোটা শহরজুড়ে। তার ছায়ার নিচে কপি-পেস্ট হয়ে গেছে তোমার শৈশব। তুমি আসবে, মখমলে বাতাস আঙুলে কেটে কেটে। আমাদের শুশ্রুষাজুড়ে জড়ো হতে থাকবে অসুখের দিন। *স্ফীত মশারির ভেতর কেউ জড়ো করছে কমলার দেহ। তোমার ছড়িয়ে রাখা শরীর জড়ো করছি। তার ওপর বেদনা তৈরি করে কমলারা। যেকোন মাংসল অস্তিত্বের দিকে আমরা বাড়িয়ে রেখেছি হাত। তুমি হাত ধরো, স্পর্শ দাও মাংসের। দুটো কমলা খোসা ছাড়িয়ে হাতে দাও। তীব্র জ্বর নিয়ে আমি বাড়ি ফিরে আসি। কমলা বেদনারা বেয়ে উঠে শরীরে। আমি জ্বর গায়েই ঘুমিয়ে পড়ি তোমার স্কুলে। |