Agony Opera
  • Home । হোম
  • Blog । ব্লগ
  • Submit | লেখা পাঠাবার নিয়ম
  • Subscribe। গ্রাহক হোন
  • Home । হোম
  • Blog । ব্লগ
  • Submit | লেখা পাঠাবার নিয়ম
  • Subscribe। গ্রাহক হোন
Search

ফির্নান্দু পেসোয়া'র  কবিতা ।। অনন্যা  বন্দ্যোপাধ্যায়

28/10/2018

1 Comment

 
Picture
[পর্তুগীজ কবি ফির্নান্দু পেসোয়া (১৮৮৮-১৯৩৫) গত শতকের প্রভাবশালী কবিদের মধ্যে অন্যতম এবং একটি বিষয়ে আক্ষরিক অর্থেই অনন্য, সারা জীবনে প্রায় দেড়শোর ওপর স্বতন্ত্র নামে তিনি ছাড়া আর কেউই বোধহয় লেখেননি। এই নামগুলিকে ছদ্মনাম বলায় আপত্তি ছিল পেসোয়ার। তিনি পছন্দ করতেন 'হেটেরোনিম' শব্দটি। একটি মানুষের মধ্যে অনেকগুলি মানুষের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন অকাল্ট ও উইকায় বিশ্বাসী এই মানুষটি। আমাদের বাংলা ভাষার প্রিয় কবি জীবনানন্দের সঙ্গেও একটি বিষয়ে তাঁর প্রবল মিল, সারা জীবনের লেখালেখির প্রায় কিছুই প্রকাশ করে যাননি পেসোয়া। তাঁর মৃত্যুর প্রায় একশো বছর পরেও পেসোয়ার সমগ্র লেখার সুসম্পাদিত সংকলনের অপ্রতুলতা যথেষ্টই পীড়াদায়ক। এই তর্জমাগুলি George Monteiro অনূদিত 'English renditions of Pessoa's heteronymous Portuguese poems' থেকে নেওয়া হয়েছে।]


Loose poems of alvaro de campos
Original Sin (III)


আহা, কে সেই গল্পটা লিখতে পারবে যেটা তার নিজের হতে পারত?
যদি সেই গল্পটা কেউ লিখে ফেলে তবে কি তা সত্যিকারের মনুষ্যত্বের গল্প হবে?
যদি একমাত্র সত্য কিছু থেকে থাকে তবে সেটা
পৃথিবী, তা আমরা নই, শুধুই পৃথিবী।
যা আমরা নই সেখানেই সত্য বসবাস করে
আমি সে-ই যা আমি হতে পারিনি
আমরা তা-ই যা আমরা হতে চেয়েছিলাম
এটাই সেই সত্যি যা আমরা অর্জন করতে পারি না
কী আমাদের সত্যে পরিণত হলো---
বাল্যকালের জানালায় দাঁড়িয়ে থাকা সেই স্বপ্নটা?
কী পরিণত হয়েছে আমাদের নিশ্চয়তায়---
পরবর্তী কোনো টেবিলের উদ্দেশ্য?
আমি ধ্যানমগ্ন, দুইবাহু মাথার পেছনে
ভাঁজ করে জানালার উঁচু কার্নিশে রেখে 
চেয়ারে হেলান দিয়ে বসে আছি,
রাত্তিরের খাওয়ার পর
বাস্তবে এমন কী ঘটেছে যে আমি শুধুই 
আমার জীবনকে আঁকড়ে ধরতে চাইছি?
কী হয়েছে আমার?
আমি কি সেই আমি যে একা অস্তিত্বশীল?

কতবার আমি প্রতারিত হয়েছি
আমার আত্মা এবং তার কিছু সত্যে
আমার কল্পনা এবং তার কিছু ন্যায়বোধে
আমার বুদ্ধিমত্তা এবং তার কিছু যুক্তিতে
হা ঈশ্বর! হা ঈশ্বর! হা ঈশ্বর!
কতবার প্রতারিত হয়েছি আমি
কতবার! কতবার! কতবার!

Loose poems of alvaro de campos (IV)

না, ধীরে--
ধীরে, কারণ আমি জানি না
আমি কোথায় যেতে চাই।
আমি এবং আমার পদক্ষেপের
মধ্যে রয়েছে প্রবৃত্তির ক্রমাগত বাঁক।

যা আমি হতে চাই এবং আমি যা,
তার মধ্যে ক্রিয়ার পার্থক্য রয়েছে,
যার অবস্থান বাস্তবের দূরবর্তিতায়।

হ্যাঁ, ধীরে।
ধীরে--
আমি জানতে চাই এই ধীরতার মানে।
হয়তো বাইরের জগৎ ভীষণ তাড়ায় রয়েছে,
হয়তো সার্বিক আত্মা শীঘ্র পৌঁছে যেতে চায়,
হয়তো মুহূর্ত-ছায়ারা খুব কাছে এসে গেছে।
হয়তো এর সবটাই,
কিন্তু আমি চিন্তিত 'ধীর' এই শব্দটা নিয়ে।
কী সেই, যাকে ধীর হতে হবে?
হয়তো তা ব্রহ্মাণ্ড।

ঈশ্বর আদেশ করেন সত্য বলবার--
কিন্তু কেউ কি ঈশ্বরকে তা বলতে শুনেছে?

Pessoa as Alberto Caeiro, from the keeper of sheep

ঈশ্বরের উপস্থিতি তাঁকে অমান্য করার জন্যই,
কারণ ঈশ্বর চান না আমরা তাঁকে চিনি।
তাই তিনি কখনোই আমাদের দৃষ্টিতে ধরা দিতে চাননি।
আমরা বরং আরো শান্ত এবং সহজ হই--
যেমনভাবে গাছ, যেমনভাবে স্রোত।
তখন ঈশ্বর আমাদের ভালোবাসবেন
এবং আমাদের 'আমরা' করে তুলবেন।
যেমন গাছেদের 'গাছ',
স্রোতেদের 'স্রোত'।
তিনি আমাদের তাঁর বসন্তের সবুজতা দেবেন,
আর একটা নদী দেবেন আমাদের সমাপ্তিতে...

তিনি আমাদের বেশি কিছুই দেবেন না, কারণ
আমাদের যা কিছু বেশি দেওয়া হবে
তার সমস্তটাই নিয়ে নেওয়া হবে আমাদের থেকে।
1 Comment
Uttama Ray
28/10/2018 21:24:04

Khub bhalo laglo kobitaguli pore. Tritiyoti to ashadharan. Ananyar anubad khubi shaboleel, sundar.

Reply



Leave a Reply.

    Archives

    December 2020
    November 2020
    September 2020
    August 2019
    June 2019
    April 2019
    February 2019
    December 2018
    October 2018
    August 2018

Proudly powered by Weebly
  • Home । হোম
  • Blog । ব্লগ
  • Submit | লেখা পাঠাবার নিয়ম
  • Subscribe। গ্রাহক হোন