Agony Opera
  • Home । হোম
  • Blog । ব্লগ
  • Submit | লেখা পাঠাবার নিয়ম
  • Subscribe। গ্রাহক হোন
  • Home । হোম
  • Blog । ব্লগ
  • Submit | লেখা পাঠাবার নিয়ম
  • Subscribe। গ্রাহক হোন
Search

লেনার্ড   কোহেনের   ছয়টি   কবিতা   ।।   একটি  অ‍্যাগনি   অপেরা  প্রয়াস

24/8/2019

1 Comment

 
Picture

​[ ১৯৩৪ সালের ২১শে সেপ্টেম্বর কুবেকের ওয়েস্টমাউন্টে জন্ম লেনার্ড কোহেনের। কিশোর বয়সেই গিটার বাজানো শিখে তৈরি করেন লোকসংগীতের দল ‘বাকস্কিন বয়েজ’। স্প্যানিশ লেখক ফ্রেদরিকো গার্সিয়া লোরকার সংস্পর্শে এসে কবিতার প্রতি ভালবাসার শুরু। ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়ার পর গ্রিক আইল্যান্ড হাইড্রায় থাকতে শুরু করেন লিওনার্দ। সেখানেই প্রকাশ করেন প্রথম কবিতার সংকলন ফ্লাওয়ারস ফর হিটলার (১৯৬৪) এবং দ্য ফেভারিট গেম (১৯৬৩) ও বিউটিফুল লুজারস (১৯৬৬) উপন্যাস দু’টি।

১৯৬৭ সালে কোহেনের প্রথম অ্যালবাম ‘সংগ্‌স অব লিওনার্ড কোহেন’ প্রকাশিত হয়। এর পর একে একে ‘সংগ্‌স ফ্রম আ রুম’ (১৯৬৯), ‘সংগ্‌স অব লাভ অ্যান্ড হেট’ (১৯৭১) এবং ‘ডেথ অব আ লেডিসম্যান’ (১৯৭৭) -- এই প্রতিটি অ্যালবাম তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দিয়েছিল। মাঝখানে অনেক দিন চুপ ছিলেন চারণকবি। ফিরে আসেন এই শতকের গোড়ায়।  ২০০১ সালে প্রকাশিত হয় ‘টেন নিউ সংগ্‌স’।

রাজনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের থিমগুলি কোহেনের কাজের ক্ষেত্রে, বিশেষত পরবর্তী অ্যালবামগুলিতে বারংবার পুনরাবৃত্ত হয়। যুদ্ধও কোহেনের কাজের আরএকটি চিরস্থায়ী থিম - যা প্রথম জীবনের গানগুলিতে অস্পষ্টভাবে লক্ষণীয় হলেও পরবর্তীকালে অনেক পরিণত হয়ে উঠতে দেখা যায়। 

৭ই নভেম্বর, ২০১৬ কোহেন ৮২ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে তাঁর নিজের বাড়িতে মারা যান।
]

ম‍্যারিয়‍্যানের অপেক্ষায়

একটা টেলিফোন হারিয়ে ফেলেছি আমি
যাতে তোমার গন্ধ লেগে ছিল

রেডিওর পাশে বেঁচে থাকি
সমস্ত স্টেশন ভিড় করে আসে
আমি কিন্তু বেছে নিই এক পোলিশ ঘুমপাড়ানি গান
একঘেয়ে ঘষঘষে আওয়াজের মধ্যে থেকে খুঁজে নিই তাকে
সে গান মিলিয়ে যায় আমি অপেক্ষা করি তাল দিই তালে
আবার সে ফিরে আসে প্রায় ঘুমের কাছাকাছি

তুমি কি টেলিফোনটা নিয়েছিলে একথা জেনেও 
যে আমি কিন্তু ভীষণভাবে শুঁকব 
হয়তো গরম হয়ে উঠবে প্লাস্টিক
কেবলমাত্র তোমার শ্বাসের সমস্ত টুকরোগুলো পাব বলে

আর যদি তুমি ফিরে নাও আসো
ফোন করে বলবে কীভাবে
যে আর ফিরছনা তুমি
যাতে আমি অন্তত ঝগড়া করতে পারি


প্রতিশ্রুতি

তোমার সোনালী চুলের মত 
আমি বেঁচে থাকি --
আলোয় থেঁতো হয়ে।

তোমার মুখের ছাপ
আমার শক্তির
জন্মচিহ্ন।

তোমায় ভালোবাসা
আসলে আদর্শ রোজনামচায়
বেঁচে থাকার মত

যা আমি কোন‌ওদিন‌ও
লিখবনা বলে
শরীরকে কথা দিয়েছি।


সঙ্গীত চলে গিয়েছিল চুপিসারে

আমি মনে করিয়ে দিতে চাই
প্রশাসনকে
যে আমাদের পানীয়ে জল মেশানো হয় 
আর ওই চেকিং করেন যে মহিলা
ওনার সিফিলিস আছে
আর ব্যান্ডটা আসলে তৈরী হয়েছে
পুরনো সব কট্টর নাৎসি রাক্ষসদের নিয়ে
যাইহোক যেহেতু আজ
নিউইয়ার্স ইভ 
আর আমার ঠোঁটে ক্যান্সার
আমি আমার কাগজের টুপি
রাখব আমার 
ব্যথায় আর নাচব


সামনের উঠোন


তুষার ঝরছিল
আমার ছোট্ট ছুরিটার উপর
একটা সিনেমা চলছিল 
ফায়ারপ্লেসে
আপেলগুলো মোড়ানো ছিল
আট বছরের সোনালী চুলে
নোংরা আর খেতে না পাওয়া
দারোয়ানের মেয়েটা আর
নভেম্বরে কোন‌ওদিন‌ও এলনা
ওর মিষ্টি ফাটল দিয়ে হিসি করবে বলে
নুড়ির উপর
আমি একদিন ফিরে যাব
আমার প্লাস্টার খুলে গেলে পর
এল্ম পাতা ঝরে পড়ছে
আমার তীরের উপর ধনুকের উপর
ক্যান্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে
আর বয়স্কাউটের ক্যালেন্ডারগুলোয়
আগুন জ্বলে উঠছে
আমার বুড়ি মা
নিজের ক্যাডিলাকে বসে বসে
তার দানিয়ুব হাসি হাসেন
যখন আমি মাকে বলি যে 
আমাদের সামনের উঠোনটার নিচে
যত পোকা আছে সব আসলে আমাদের
মরচে ধরছে মরচে পড়তে
ভালোবাসা আর সময়ের এঞ্জিনে


হিজ মাস্টার্স ভয়েস

মোজার্ট শোনার ঠিক পর পরই 
(যা আমি প্রায়সয়ই শুনতাম)
আমি প্রতিবার 
বল্ডি পাহাড়ের 
চড়াই আর উতড়াই ভেঙে
বয়ে নিয়ে যেতাম
একটা পিয়ানো 
আর পিয়ানো বলতে আমি
মোটেই একটা সামান্য কী বোর্ড বোঝাচ্ছি না। 
আমি বোঝাতে চাইছি 
সিমেন্টের তৈরী একটা 
জলজ্যান্ত গ্র‍্যান্ড পিয়ানো
আর এখন যখন আমি মরতে চলেছি 
আমার একটা পদক্ষেপের জন্যও 
অনুশোচনা হচ্ছে না


চেরী বাগিচা 

প্রিয় স্বদেশ কোনো না কোনো যুদ্ধ তোমার জন্য অপেক্ষা করে আছে 
কোনো না কোনো বিপদ 
কোনো না কোনো ছিঁড়ে যাওয়া পতাকা 
শুধুমাত্র উত্তরাধিকারই যথেষ্ট নয় 
আগ্রাসী কোনো মতবাদের হাতুড়ী দিয়ে 
মুখগুলোকে গড়েপিটে নেওয়া দরকার 
তখন চেরী বাগিচায় 
চিঠির বাক্সগুলো বিস্ফোরণে উড়ে যাবে  
আর কেউ একটা আজীবন
নিজের পূর্বপুরুষের পাঠানো মোটা অঙ্কের সেই টাকাটার জন্য
অপেক্ষা করতে করতেই মরে যাবে 
পানশালার গভীরতা থেকে আমি বরফে ঢাকা
নিথর মাঠগুলোকে লক্ষ্য করি 
একজন মার্কিনি বেনিয়ার মত 
খুঁজি একটা চলন্ত বিন্দু
হয়তো শত্রুপক্ষের একটা স্লেজগাড়ী 
অথবা নির্বাসন
অথবা শীতল একজন যাজক
অথবা রেড ইন্ডিয়ানদের বিদ্রোহ 
অথবা জ্বলন্ত একটা আবহাওয়া দপ্তর 
শুনে রাখো হে ছোঁড়া কোনো না কোনো গল্প হাওয়ায় উড়ছেই 
প্রিয় স্বদেশ তুমি কি আমায় 
স্বাধীনতা আর মৃত্যু বিষয়ক 
কিছু লোকগান শোনাতে পারো
1 Comment
uk bestessays review link
8/9/2020 16:19:31

The spirit of art is within all of us. No matter who you are, there will always be a remnant of art inside of you. It does not take a lot of talent to be an artist. If you ask me, those who rely on talent alone are not true artists. Again, let us go back to the topic at hand, everyone has a certain amount of aptitude for art inside them. Art is not about paintings alone, it is about everything.

Reply



Leave a Reply.

    Archives

    February 2021
    December 2020
    November 2020
    September 2020
    August 2019
    June 2019
    April 2019
    February 2019
    December 2018
    October 2018
    August 2018

Proudly powered by Weebly
  • Home । হোম
  • Blog । ব্লগ
  • Submit | লেখা পাঠাবার নিয়ম
  • Subscribe। গ্রাহক হোন