Agony Opera
  • Home । হোম
  • Blog । ব্লগ
  • Submit | লেখা পাঠাবার নিয়ম
  • Subscribe। গ্রাহক হোন
  • Home । হোম
  • Blog । ব্লগ
  • Submit | লেখা পাঠাবার নিয়ম
  • Subscribe। গ্রাহক হোন
Search

নিয়ান্ডারথালস   আর   নট   এলাউড  ।।  শ্রেয়সী চৌধুরী

29/11/2020

1 Comment

 
Picture

​

১
​

অই যে অমন চর্ব্যচোষ্য খেয়ে মেদমেদে শরীরে খুব থলথলস্থল। অই যে। অই যে ওবেস দেখো, ওকে দেখে শেখো। অমন হতে হয়না। কেমন?

আচ্ছা, ফ্ল্যাবিস্ল্যাবি হবে না, না?

হবে না কেন? হবে। কিন্তু সুন্দর ছিমছাম থাকলে কি না একটু তাড়াতাড়ি হবে।

আচ্ছা, কাল থেকে ডায়েট করবো। এখন পর্ক অর্ডার করি ইট্টু?

নীরবতা।

২
আচ্ছা এত শব্দ কিসের। এসব এত যন্ত্র কিসের?
ওগুলো লাগে। খুব কাজে লাগে।
আচ্ছা এত কাজ করে হবেই বা কী। 
কী আবার হবে, কিছুই হবে না। করতে না চাইলে করবে না। অত কথা বলো কেন।
কেন কথা বেশী বলা ভালো না?
নাঃ। কথা বুঝেশুনে বলা ভালো। কাজ করা ভালো। কর্মযোগ শোনোনি।
তাহলে এই যন্ত্রগুলি কি কাজে লাগবে!
যন্ত্র থাকবে যন্ত্রের কাজে, তুমি তোমার, 
এতে আবার অত কি। 
খুব খাটাখাটনি করতে হবে?
একটু খাটো, এই তো বয়েস। 

আমিও কাজ করবো যন্ত্রও কাজ করবে? তারপর রাত্তিরবেলা ফিরে একটু তামুক টেনে, দুজনায় আপনার দাওয়া পেতে গ্যাঁজাতে বসব?

তোমার কোনো দাওয়া নেই।
তোমার কোনো গ্যাঁজা নেই। 
রাত্তির হয়না এখন। দিন হয়না। আমাদের সকলের জন্য একটা নিয়নের হেডলাইট আছে। পরে নাও।

আচ্ছা।

৩

ও কী, ওরকম করছে কেন!

ওরা ওরকম করে। 

কিরকম

ওই যে, অশিক্ষিত। ওদের ঠাকুর্দারা মানুষ ছিল তারপর আস্তে আস্তে জাম্বুবান হয়ে যাচ্ছে। খুব খারাপ হচ্ছে। আমাদের সাবসেক্টে একধরনের বিশেষ সাইকোট্রপিক নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। ওদের পুষ করতে হবে। তাহলেই ১২ ঘণ্টার জন্য মানুষ। তখন ওরা খুব বুদ্ধিমান হয়ে ওঠে৷ কেবলমাত্র তখনই ওদের দাওয়াত দিতে হয়৷ 

ওরা আসে? খায় দায়? 

ডোজ কম পড়ে গেলে আবার তোমাকেও খেয়ে ফেলতে পারে।

না আমাকে খেলে বদহজম হবে। হবেই।

৪

আজকে সকলে ছুটতে বেরোবেন। তুমি যাবে না?

আমি? না আমি যাবো না। আমি কেন যাবো। আমি গিয়ে কী করব। কেন এবং কী।

আচ্ছা, আচ্ছা, যেতে হবে না।

(খটখটখটখট, ঝপঝপঝপঝপ, খচরমচরখচরমচর।)

আমরা সকলে প্যারাস্যুট কাপড়ের ট্র্যাকস্যুট পরে দৌড়তে গেলাম।

৫

ও কী হচ্ছে, ওখানে কী হ্যাঁ? 

ওটা একটা দালান। ওখানে এখন বাবু আসবেন। বাবুর জন্য মধ্যিখানে আসন। আর আমাদের ঝি চাকর, মুন্সি-মোক্তারদের জন্য ঘিরে ঘিরে রেলিং দেওয়া। পা ঝুলিয়ে বসতে হবে। আর লেফট রাইট লেফট রাইট পা দোলাতে হবে। বলো পারবে? এখনই বলো, পরে ঝুলিয়ো না।

পারবো। 
কিন্তু
করব
না।

৬

উনি মরে গেছিলেন না?

না আগেরবছর মরে গেছিলেন, এবার এখনো মরেননি। 

ও আচ্ছা, আচ্ছা। মাই ব্যাড। ডেট কবে?

তা সে অতো জানিনা। আমি উদাসীন মানুষ অত খবর কে রাখে হে, কার অত সময়।

কেন এমাসে কতটা সময় বাকি তোমার?

এ মাসে আর বাকি নেই।

তাহলে?

তোমারটা আছে তো।

আমারটা আছে মানে, তাহলে আমার কী হবে!

হেহঁ।

৭
ওরা যে কেন এত বেকার খাটে।

না বেগার খাটে।

ওই হল। 

কই হল? 

আরে বাবা, আই মিন, ওয়ার্ক আউট করলেই তো হয়৷ অত্ত খেটে কে কবে বড়লোক হয়েছে!

না, তা ঠিক, খেটে কেউ হয় নি। তাহলে তুমি বড়লোক হতে চাও?

নাঃ আমি এবার একটু ঘুমুতে যেতে চাই, তোমাদের ক্যাম্পের পাসকোডটা দেবে না একটু?

৮

মেয়েটিকে দেখেছো, কী বিশাল চেহারা, দেখলে ভয় পেয়ে যাবে। 

না না আমি আজকাল ভগবান ছাড়া কাউকে ভয় পাই না। ভগবানকেও পাই না। ভোটের আগে অল্প একটু। এখন তোমাকে ভয় পাচ্ছি। এটা কি বডি শেমিং করলে নাকি বল তো?

কোথায়? আমি তো উল্টে আবার ভয় পেলাম। সেটাই বললাম। আর কিছু তো বলি নি।

তা ভালো। হুম। ভয় পাওয়া ভালো। হুম।

৯ 

না, না। এখানে আমরা এখন বারো চক্রে চক্রব্যূহ বসাবো। মেলা বকতে এসো না এখন। অনেক রাজচক্রবর্তী লক্ষণ জোগাড় করেছি ছিনিবিনি করে খুঁজে। ওগুলো এখন কাজে লাগাতে হবে তো। যাও যাও, আজকে হবে না। পরে আরেকদিন এসো।

...ঠিকাছে।

এসো কিন্তু। তোমাকে এভাবে ফিরিয়ে দিতে খারাপই লাগছে। ভালো থেকো। লাভ এন্ড লাইট।

লাভ এন্ড লাইট।

১০

লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লি ইল্লি আল্লাহু, আল্লাল্লাহু। আল্লাহু আল্লাহু আল্লাহু। আল্লাহু আল্লাহু আল্লাহু। 

মেরে দেবো। লা লা ল্যান্ড উঠে যাবে। লণ্ডওয়া। আদ্ধেক সেদ্ধ অণ্ডওয়া। লাশ ফেলে দেবো কিন্তু।

না না, মারার কী দরকার।

সামনে আয়, তারপর দরকার আর দর কার নেই, সব বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। আয় না।

না না, দরকার তো নাই কিছু।

মেরে না। সামনে আয় শালা। খুব কথা শিখেছিস।

নানা। পরিমাণ মতই তো। খুব বেশী হলে বেশি ডেটা যায়। খুব কম হলেও সমস্যা,টাকা দিয়ে কিনছি। পচে গেলে গায়ে লাগবে না, বলুন?

আবার ফেরেব্বাজি! আসবি নাকি চলে যাবো বল। 

(উনি সামনে এলেন। উনি বিশালাকৃতিক্স। ইনি তো তা জানতেন না। কী আর করবেন বলুন?)

আচ্ছা, আচ্ছা, ক্ষমা করে দিলাম। আমাকে একটু কদিন ওয়ার্কাউট করতে হবে। ব্যাস।

১১
লাঠি শোঁটা ঠুকে ঠুকে একটু শব্দ করে আসবো নাকি ভাবছি।

এখুনি উঠো না। কয়েকমিনিট আগে সাইরেন শুনলাম। ১৫ মিনিট দাঁড়িয়ে যাও, সাইক্লোনটা নামুক একটু

ধুর।

কি হল কী।

কিসুই ভালো লাগে না।

দাঁড়াও দেখি তো বাংকারে কয়েকটা প্রোটিন ট্যাব্লেট জোটে কি না। 

নাঃ ভাললাগে না ওসব। 

খেয়ে দেখ ভালো লাগতে পারে। অন্তত মাথা টা ঠিক হবে।

ওসবে হবে না।

আচ্ছা দাঁড়িয়ে যাও একটা এল সি ডি চিপ্সের প্যাকেট বের করি। দুজনে মিলে একসঙ্গে দেখা যাবে।

কি দেখবে?

জানো না আজকে ট্রায়াল।

ভুলে গেছিলাম।

অ।

১২

মেয়েগুলি কি মারকুটে হয়ে উঠেছে। ওরা ওরকমই হয়। ওদের সাথে মিশবে না। বিপদ ডেকে আনবে। কোনদিন মরে পড়ে থাকবে। কেন ওরকম ভালো লাগে নাকি তোমার?

ধুর!

ধুর কী! 

কিসুই লাগে না, আমার অত... ভালোটালো।

আচ্ছা, তাহলে মনে রাখবে, ষণ্ডামার্কা মহিলা দেখলেই সোয়াইপ লেফট।

লেফট লেফট। অলোয়েজ, লেফট।

১৩

আজকে জাজমেন্ট।

কিসের?

মেন্টাল।

আর ফর্ম্যাল?

ওটা এখন আর কম্পালসারি না। না করলেও চলে। 

তাহলে আজকে জাজমেন্ট ডে? 

না আজকে রেকনিং ডে।

রেকনিং করে কী হবে

খাওয়া দাওয়া হবে। সব হবে।

খেয়ে ফেলবে? 

ফেলবে না। তবে খাবে।

মেলা বোকো না।

আচ্ছা।

রেকনিং ডে বলে কিছু হয় না।

ঠিকই।

রেকনিং ফেকনিং ফেক নিউজ।

না না, সত্যিই তো।

নীরবতা।

তা তুমি মন্দির বা মসজিদ কিছু ভাঙতে পাওনি বুঝি আজ।


1 Comment
Suvasree Pal
6/12/2020 18:01:17

❤️

Reply



Leave a Reply.

    Archives

    December 2020
    November 2020
    September 2020
    August 2019
    June 2019
    April 2019
    February 2019
    December 2018
    October 2018
    August 2018

Proudly powered by Weebly
  • Home । হোম
  • Blog । ব্লগ
  • Submit | লেখা পাঠাবার নিয়ম
  • Subscribe। গ্রাহক হোন